দুনির্বারের কন্ঠে মুক্তি পেতে চলেছে ‘নারায়ণ দেবনাথের’ প্রতি শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত ‘কমিকস কান্ড’

Spread the love

Klikk OTT ও KLIKK YouTube Channel

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচি কাঁচাদের জন্যে ‘দেবসাহিত্য কুটির’ এর উপহার হিসেবে আত্মপ্রকাশ করলো ‘হাঁদা ভোঁদা’। এক অতি চালাক ও অপর এক আদ্যন্ত ‘Introvert’গোলগাল চেহারার দুই বালক ও তাদের হস্টেল জীবনের ছোট ছোট মজার গল্প ‘কমিকস’ রূপে বাংলার কঁচি কাঁচা’র মন এক লহমাতেই জয় করে নিলো। আর এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচরে ও গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল তিনি স্বর্গীয় নারায়ণ দেবনাথ। প্রফুল্লচন্দ্র লাহিড়ি ও কাফি খাঁ’র পরবর্তী সর্বাধিক জনপ্রিয় ও দীর্ঘকালীন সাফল্যের কমিকস শিল্পই হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে। তাঁর হাত দিয়েই একে একে জন্ম হয়েছে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের। আর যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে।

এমনকি বর্তমান সময়ে বিদেশী ডিসি কমিকস বা মারভেল এর দাপটে যখন একের পর কে কেবল চ্যানেল আর মাল্টিপ্লেক্স ‘স্ট্যান লি’র সৃষ্টি অনুসরণ করে চলেছে সেখানে বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে এখনও ছোট্ট থেকে বড় সকলের কাছে এখনও সমান ভাবে সমাদৃত বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে বা হাঁদা ভোঁদা। তাই এহেন রূপকারের প্রয়াণ বাঙালির মননে যে বড় আঘাত তৈরি করবে সে কথা বলাই বাহুল্য। গত ১৮’ই জানুয়ারি সকলকে ছেড়ে চলে গিয়েছেন ৯৭ বছর বয়সী নারায়ণ দেবনাথ। তাঁর প্রয়ানে সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া সর্বত্রই ‘শ্রদ্ধাঞ্জলি’র বাহুল্য নজরে পড়েছে। এই বাহুল্য ভালোবাসা, এই বাহুল্য ছেলেবেলা’র নস্টালজিয়াকে আঁকড়ে বেঁধে রাখা, আর এই ধারাতে নতুন সংযোজন এঞ্জেল পরিবারের সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি ‘ কমিকস কান্ড’ ।

প্রখ্যাত গীতিকার ও সুরকার উৎপল দাসের কথা ও সুরে নারায়ণ দেবনাথের সৃষ্টিকে কর্ণিশ জানিয়ে কণ্ঠ দিয়েছেন এই সময়ের সর্বজনপ্রিয় কণ্ঠশিল্পী ‘দুনির্বার সাহা’। জনপ্রিয় টিভি রিয়ালীটি শো ‘সা-রে-গা-মা-পা’র হাত ধরে ‘দুনির্বার’ এই মুহূর্তে বাঙালির মুঠোফোন থেকে সাউন্ড সিস্টেম সব জায়গাতেই উপলব্ধ। তাই তাঁর ‘কন্ঠে’ এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি শুনতে সকলের তৎপর হয়ে রয়েছে। গীতিকার উৎপল দাস দীর্ঘদিন ধরেই বাংলা আধুনিক ও চলচ্চিত্রর সঙ্গীতের সঙ্গে একচ্ছত্র গাঁটবন্ধনে আবদ্ধ। তাই এই ‘সঙ্গীত-শ্রদ্ধাঞ্জলি’ যে অচিরেই ‘নারায়ণ দেবনাথের সৃষ্টি’র কথা মানুষকে আর বেশি করে জানাবে সে কথা সহজেই অনুমেয়।


এঞ্জেল কিডজ এ বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা দীর্ঘদিন ধরেই ‘অ্যানিমেশন’ ছবি হিসেবে মানুষের কাছে পৌঁছেছে। বাংলা OTT প্লাটফর্ম KLiKK এর “কিডজ” বিভাগেও দেখা যাচ্ছে এই জনপ্রিয় কার্টুন-কমিকস দুটি । তাই ‘এঞ্জেল পরিবারের এই বিশেষ ‘শ্রদ্ধার্ঘ্য’ কে আর বিশেষ করে তুলতেই অতি যত্নের সাথে কাজ করেছেন ‘দুনির্বার ও উৎপল বাবু’ । খুব শীঘ্রই গানটি মুক্তি পেতে চলেছে KLiKK OTTKLiKK Youtube চ্যানেলে।


Song : Comics Kando – Tribute to Narayan Debnath
Singer : Durnibar Saha
Music : Utpal Das
Lyrics : Utpal Das
Music Arrangement : Subroto Bose
Video Director : Santanu Chatterjee
Camera : Partha Pratim Banerjee, Ranodip Dutta
Recordist : Subhajit Das
Recording Studio : KLiKK Studio
Video Edit : Pijush Ghosh

Author