স্মৃতি কণার গান দিয়ে মুম্বাই প্রোডাকশন হাউস এন.বি.এম শুরু

Spread the love

মুম্বাই এর জনপ্রিয় সংগীতশিল্পী পৃথা মজুমদার শুরু করলেন নতুন প্রোডাকশন হাউস এন বি এম। অডিও, ভিডিও, মিউজিক্যাল অ্যালবাম, স্বল্প দৈর্ঘ্যর ছবি এবং চলচ্চিত্র নির্মাণের জন্যে এন.বি.এম প্রোডাকশনের কাজ শুরু হল কলকাতা প্রেসক্লাবে।

এতদিন পৃথা দেশ বিদেশের জন্য বিভিন্ন সৃষ্টিশীল কাজ করলে ও এই প্রথম মিউজিক ভিডিও অ্যালবাম তৈরী করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান “যদি বারণ করো” শিল্পী স্মৃতিকণা পাল খুব প্রশংসার সঙ্গে ই গেয়েছেন। এন.বি.এম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই অডিও ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন শিল্পী পৃথা মজুমদার, সংগীত পরিচালক সুমিত রায়, অভিনেতা সুপ্রতিম রায়, অভিনেত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় রায় ও মুম্বাইয়ের খ্যাতনামা সংগীত পরিচালক রাজেশ রায়, স্মৃতির র গানে পৃথার সৃজনশীলে ভিডিওটির পরিচালনা করেছেন গৌরব মৈত্র। আগামীতে আরো অনেক কিছু করতে চাই জানালেন পৃথা মজুমদার।

Author