Spread the love

অহনা নাসরিন 
বললে ডেকে চাইতে হবে, তোমার কাছে কিছু অনেক ভেবে ঠিক করি তাই, চাইবো অশ্রুবিন্দু শুনে কেবল হাসলে এবং ভাবলে, কেমন পারি;নদীর পানি সামান্য খুব; চাইবো শ্রাবণধারা?


বাদলধারা, নদীর পানি, কিছুই চাইনি আমি মনের অতল-নদী থেকে অশ্রু শুধু দাও যত্নে আমি রেখে দেবো অনন্তকাল ধরেচোখের কোণে জলের ধারা নামলে যদি তবে।
এমনতর অশ্রুবিন্দু চাইতে পারি? বলো?
তুমিও কি দিতে পারো?  যেমন করে চাই-খুব নিবিড়ে আপন করে ডাকবে যখন তুমিতখন যেন তোমার বুকে নিতে পারি ঠাঁই।

Author