বিশ্বাসের ঠিকানা

Spread the love

অহনা নাসরিন
পুরো আকাশ কিনতে চেযেছিলাম,

যৎসামান্য বায়না ও করেছিলামনক্ষত্ররা তুমুল হল্লা জুড়ে দিলো,

 ফিরে এসেছি সমুদ্রে; ভাবলাম মন্দ কি!

নোনা জলের জলকেলি, ঝিনুকের দল বসালো তুমুল অনশনহনহন করে ছুটে গেলাম কাশবন, 

বেদখল বহু আগে; ভাবলাম যাই অরণ্যে বৃক্ষের ছায়া পেলে মন্দ কী! 

হরিণ শাবক বললো-  ফিরে যাও অরণ্য তোমার নয়; সমুদ্র তোমার নয়;আকাশ-বৃক্ষ ওসব কিছু ই তোমার  নয় মাটির বুকে খোঁজ,

পাবে বিশ্বাসের ঠিকানা। 

Author