তোর চোখে আমার নদী

Spread the love

তোর চোখে আমার নদী

তোর মুখখানা খুব মনে পড়ে
মনে পড়ে তোর দৃষ্টিনন্দন হাসি
চোখের কথা বলতেই হয়; যদি ভুলে যাই
তবে ভুলে যেতে হবে নিজের অস্তিত্ব।
আমাকে খোঁজে পাই তোর চোখের গভীরতায়।

তোর ওষ্ঠযুগল পোড়তে শেখায়, জ্বলতে শেখায়
জ্বলছি, জ্বলায়-জ্বলায় বরফ হয়ে গলছি
ভেবেছি ভুলে যাবো
চেয়ে দেখি চারপাশ শূন্য শ্মশান শুধুই ছাঁই
সত্যি বলছি এবার ভুলে যাবো তোর কবিতা
এমন কি তোর শীতল হাতের ছোঁয়া
তবুও
তোর মুখখানা খুব করে মনে পড়ে।

আকাশের দিকে তাকালে দেখি, তোর মুখখানি
কবিতার খাতায়ও তাই
জল তেষ্টা পেলে গ্লাসের জলে
তুই বল আমায়, কি করে ভুলি তোরে
ভুলে যাবার সব চেষ্টা ব্যর্থ বলে
পেছন ফিরে তাকাই বারে বারে
আর
মনে করার চেষ্টা করি তোর চোখে আমার নদী।

Author