একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন

Spread the love

হাওড়া,অক্টোবর,২০২১: লক্ষী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন এমন একটি নাম যারা সারাবছর নানা রকম সামাজিক অনুষ্ঠানের সাথে জড়িয়ে থাকে। বন্যা পীড়িত, থ্যালাসেমিয়া, ক্যান্সারে আক্রান্ত থেকে শুরু করে দুস্থদের বস্ত্র বিতরণ শীতকালে কম্বল বিতরণ করে থাকেন| এর জন্য এবছর ২০২১ হাওড়া রত্নে ভূষিত হন এই লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্ণধার লক্ষী ও কাশীনাথ দাস।


প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই চ্যারিটেবল ফাউন্ডেশন একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভগবান চ্যাটার্জী লেন হাওড়াতে।


এই অনুষ্ঠানে ২৫০ জন দুস্থ মহিলাদের বস্ত্র বিতরনের পাশাপাশি ৫০ জন থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত মানুষদের আর্থিক সাহায্য প্রদান করেন। তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দ্যুতিমান ভট্টাচার্য্য (IPS) ডিসিপি হাওড়া পুলিশ কমিশনারেট, অধ্যাপক মৃগেন মুখার্জি, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, বাচিকশিল্পী ড: বাসুদেব ভট্টাচার্য, সংগীতশিল্পী সৈকত মিত্র,বিশিষ্ট অভিনেত্রী শ্রীলা মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ড: মৌ ভট্টাচার্য।

Author