কল্পতরু উৎসব

Spread the love

আজ ১লা জানুয়ারি ২০২৩ সারাদিন ব্যাপী কল্পতরু উৎসব আয়োজনে শ্রীরামকৃষ্ণ মহামন্ডল দক্ষিণেশ্বর পরিচালনায় ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আট’এন্ড কালচার অনুষ্ঠানে মাধ্যমে পালন করা হয়। আজকে মূলত শ্রুতি নাটক, বাউল, স্ত্রপপাট,ভক্তিগীতি, লোকসংগীত, কীর্তন, আবৃত্তি প্রবৃত্তি অনুষ্ঠান মঞ্চেকে শোভা বাড়ায়। ১৮৮৬ সাল থেকে যদু মল্লিকের বাগান বাড়ের প্রাজ্ঞনে এই উৎসব পালন করা হয়। ঐই দিন ঠাকুর রামকৃষ্ণ প্ররমহংস দেব সাধারণ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোদের চৈতন্ন হোক।

আজকের দিনে দক্ষিণেশ্বরে বিভিন্ন ভক্তরা Sri Ramakrishna দেবকে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে পূজা-অর্চনা করেন। ও বলেন আমাদের মঙ্গল করুক। আজকের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, নিশপাল সিং, তৃণমূল নেতা শান্তনু সেন, হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, স্বামী চিত্রানন্দ মহারাজ, ট্রাস্টি রানা দে ও রঘুনাথ দে , অভিনেত্রী কোয়েল মল্লিক ও আরো অনেক অতিথিবর্গ ।

Author