Spread the love

৫ ই জানুয়ারি ২০২৩, চন্দ্রকোনা রোড। আজ ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন (বি আর এম জি এস ইউ) র মাল গোদাম শ্রমিক দের এক বিরাট আলোচনা সভা সংগঠিত হলো চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফ্লিম সিটিতে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি শ্রী পরিমল কান্তি মন্ডল, সহ সভাপতি শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য, সেখ জাকির হোসেন, কায়ুম আলি, শম্ভু মন্ডল, বিশ্বজিত ঘোষ প্রমুখ নেতৃবিন্দ এবং খর্গপূর, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, মেচেদা, পাঁশকুড়া, তারকেশ্বর ও অন্যান্য গুডসেডের সর্দার, মুন্সি ও শ্রমিক বৃন্দ।


অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি শ্রী পরিমল কান্তি মন্ডল বলেন, ” রেলের মালগোদামের শ্রমিক দের ১৩ দফা দাবি নিয়ে ইউনিয়ন লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ শাসন কাল থেকে মাল গোদামের শ্রমিক রা বঞ্চিত, অবহেলিত। তারা তাদের ন্যায্য পাওনা পায়না।অথচ তাদের ই অক্লান্ত পরিশ্রমে রেল প্রায় ৭৯% প্রফিট করতে থাকে। আর এই যাদের পরিশ্রমে রেল এত লাভ করে, তারা রেলের কর্মী নয়, তারা এখনো ঠিকাদার দের আন্ডারে কাজ করে। তাদের সকল মৌলিক অধিকার আদায়ের জন্যই আমাদের এই লড়াই। আমরা দিল্লি গিয়ে বিভিন্ন মন্ত্রী ও এম পি দের কাছে দরবার করেছি তাদের কে এই শ্রমিকদের দূর্দশার কথা জানিয়েছি। দল মত নির্বিশেষে প্রায় বেশির ভাগ এম পি ও মন্ত্রী আমাদের ডাকে সারা দিয়ে রেল মন্ত্রী কে চিঠি দেন। রেল মন্ত্রী ও এই শ্রমিকদের সমস্যা সমাধানের কথা জানিয়েছেন।তাই অতি শীঘ্র ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো। ” সমগ্র অনুষ্ঠান টি খুব সুন্দর ভাবে পরিচালনা করেন স্বপন মান,সুমন ঘোষ ও অন্যান্য রা।

Author