দ্বিতীয় বর্ষেই সাড়া ফেলল তিতলিয়ার ডিজাইন কার্নিভাল

Spread the love

সম্প্রতি নিউটাউনের রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হয়ে গেল তিতলিয়া ফ্যাশন স্টুডিওর পরিবেশ বান্ধব ডিজাইনার ফ্যাশন শো। সংস্থার তিন কর্নধার ও ডিজাইনার আশা, তাসনিম, জয়ী সহ অন্যান্য প্রতিভাবান ডিজাইনাররা মডেলদের মাধ্যমে নিজেদের কালেকশন উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। পরিবেশ বান্ধব ফ্যাশনকে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য ছিল টক শো যেখানে উপস্থিত ছিলেন আইপিএস দেবাশিস সেন, পাওলিন, প্রফেসর অনামিকা দেবনাথ, ইন্দ্রনীল চক্রবর্তী, ঋতুরাই আচার্য্য, রুবি রায়, প্রমুখ। শহরের পরিচিত মডেলদের মাধ্যমে নিজেদের কালেকশন তুলে ধরেন স্নেহা, অর্পিতা রাজদীপ পূর্বা, প্রিয়া, সন্দীপ্তা ও হীরামতিদের মতো তরুণ ডিজাইনাররা।

প্রতিভাবান নতুন ডিজাইনারদের জন্য তিতলিয়া ফ্যাশন স্টুডিওর এই ডিজাইন কার্নিভালের প্ল্যাটফর্ম যে এক অভিনব মঞ্চ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Author