নক্ষত্র খচিত সমাবেশে প্রকাশিত হলো সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ এর চতুর্থ কাব্য গ্রন্থ “মেঘ ভাঙা রোদ”

0
Spread the love


নিজস্ব প্রতিনিধি

গত 30 নভেম্বর 2025 রবিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি র জীবনানন্দ সভাঘরে সন্ধায় “স্টার এন্ড সুপার স্টারের” আয়োজনে সংবাদ প্রতিখণ থেকে প্রকাশিত হলো কবি ইন্দ্রজিৎ আইচ এর চতুর্থ কাব্য গ্রন্থ ” মেঘ ভাঙা রোদ ” এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, আবৃত্তিকার প্রণতি ঠাকুর, সতীনাথ মুখোপাধ্যায়,
পরিচালক ও অভিনেতা অশোক বিশ্বনাথন, রাহুল বর্মন, অনিন্দ্য সরকার ও সুদেষ্ণা রায় এবং নাট্য নির্দেশক ও অভিনেতা চন্দন সেন, সংবাদ প্রতিখন এর কর্ণধার স্বরুপম চক্রবর্তী ও স্টার এন্ড সুপার স্টার এর সম্পাদক সুবোধ মল্লিক। এই সকল অতিথির হাতে পুষ্পস্তবক ও কবিতার বই
” মেঘ ভাঙা রোদ ” তুলে দেন লেখক ও কবি ইন্দ্রজিৎ আইচ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক কৃষ্ণা বসু। সেই সঙ্গে পালিত হলো সাংবাদিক এবং কবি ইন্দ্রজিৎ আইচ এর (1996 – 2025) সাংবাদিক জীবনের 30 বছর উদযাপন অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত সকল অতিথিরা সাংবাদিক, লেখক ও কবি ইন্দ্রজিৎ আইচ এর বইয়ের ভুয়সী প্রশংসা করেন ও তার কর্মজীবনের সাফল্য কামনা করেন। সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ এর দীর্ঘ তিরিশ বছরের কর্ম জীবন নিয়ে আলোচনা করেন সিনে রাইটার্স এসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর সম্পাদক কাঞ্চন কুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক আশীষ দাস, স্টার এন্ড সুপার স্টারের সম্পাদক সুবোধ মল্লিক
এবং জ্যোতিষবিদ পি কুমার।এইদিন সন্ধায়
অনুষ্ঠান শুরু হয় কেকা মিত্র র রবীন্দ্র সঙ্গীত দিয়ে। খালি গলায় তাঁর কণ্ঠে ” মনে রবে কিনা রবে আমারে ” গানটি চমৎকার লাগে শুনতে। আম্প্রপালী দত্ত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত “তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা “। সৈকত মিত্র সুরেলা কণ্ঠে শোনান আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে। সাহেব চট্টোপাধ্যায় তার উদাত্ত গলায় গাইলেন দুটি গান তোমার খোলা হাওয়ায় ও মহারাজা তোমারে সেলাম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আম্রপালি দত্ত সৌগত চট্টোপাধ্যায় ও সোমনাথ কুট্টি। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী সোমা চ্যাটার্জী মহুয়া দাস, অনুরাধা মজুমদার ও প্রতাপ সেন। এই দিনের অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী মধুছন্দা তরফদার। সব মিলিয়ে এই দিনের সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে উঠেছিলো।
,অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক, সাহিত্যিক এবং কবি ইন্দ্রজিৎ আইচ। তার প্রকাশিত এই কাব্য গ্রন্থতে রয়েছে 70 টি নানা ধরনের কবিতা। এই বইয়ের প্রচ্ছদ করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ভূমিকা লিখেছেন কবি ও অধ্যাপিকা কৃষ্ণা বসু। মুখবন্ধ
লিখেছেন মাননীয় কৃষি মন্ত্রী ও কবি শোভনদেব চট্টোপাধ্যায়। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে
বর্ষীয়ান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এই বইতে কবি ইন্দ্রজিৎ আইচের 70 টি ভিন্ন ধর্মী কবিতার মধ্যে অন্যতম হলো মেঘ ভাঙা রোদ, নতুন বছর, যে কথা, আরাধনা, বিশ্ব যুদ্ধ, কথা, বৃষ্টি, ফিরে দেখা, জীবনের পথ চলা, মন, জন্মদিন, ছোটোবেলার গল্প, মুখ না মুখোশ, জীবন, মায়াবী, শব্দ, বদলে যায়, শেষ বিচার, ছায়াপথ, শূন্য পৃথিবী, সময়ের অবগাহনে, বসন্ত প্রেম, আসছে পুজো, বিষাদের সুর, মনের হদিশ, ভোজন রসিক, জীবনের যাত্রাপথে, কফি হাউজের দিনগুলি প্রমুখ কবিতাগুলো সকলের নজর কাড়বে। সব মিলিয়ে সকলের সংগ্রহে রাখার মতন এই বই ইন্দ্রজিৎ আইচ এর লেখা নতুন কাব্য গ্রন্থ ” মেঘ ভাঙা রোদ “। এই বইটি প্রকাশ করেছে সংবাদ প্রতিখন প্রকাশন । দাম 180 টাকা।

Author

Leave a Reply

You may have missed