রাঢ় বঙ্গের বাউল জীবনের উপর নির্মিত হয়েছে নতুন ধরণের বাংলা কাহিনীচিত্র অরণ্যের উৎসব

0
Spread the love

অরণ্যের উৎসব, এই ছবিটি অরণ্যের বিভিন্ন উৎসব ও বাউল জীবন কে তুলে ধরার চেষ্টা করেছে। এই বাউল জীবন যা পশ্চিম বঙ্গের বাউলকে আলোকিত করে। এই বাউল জীবন যা অজয় নদের ধারে জয়দেব কেন্দুলিতে গড়ে উঠেছে ও এই ছবিতে দেখানো হয়েছে গড় জঙ্গল যেখানে মেধাশা মুনির আশ্রম অবস্থিত যার চারপাশে রয়েছে সাঁওতাল গ্রাম।

(Story, Concept & Produced by Subir Bhattacharya)

এই ছবি তৈরির পেছনে রয়েছে দীর্ঘ দু বছরের রিসার্চ, এবং বিভিন্ন বাউল আখড়ায় ঘুরে এই ছবির তথ্য জোগাড় করা হয়েছে। বাউলের মধ্যে দুটি দিক আছে যা হলো দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতা।


এক বাউল আখড়ায় পৌঁছয় জুনিয়ার ডাক্তার সিদ্ধার্থ সাথে নিয়ে গেছিল তার কাছের মানুষকে। ডাক্তার এই দেহতত্ত্ব কে আপন করে নিতে পারেনি কিন্তু তার ওপর দিকে তার কাছের মানুষ এই দেহতত্বকে আপন করে নিয়ে এই বাউলদের মধ্যে মিশে যায় ও ডাক্তারের সাথে তার বিচ্ছেদ তৈরি হয়। সেখান থেকে সে বেরিয়ে এসে পৌঁছয় এক সাঁওতাল গ্রামে সেখানে সে তাদের চিকিৎসার করার মধ্যে দিয়ে জীবন যাপন করতে থাকে।


এই ছবির মূল ধারণা, গল্পো ও প্রযোজনায় রয়েছেন শ্রী সুবীর ভট্টাচার্য্য। পরিচালক হিসেবে রয়েছেন পাবলো।

Author

Leave a Reply