সাড়ম্বরে উদযাপিত হলো রাগ তাল ও নৃত্য সহযোগে সলিল চৌধুরী স্মরণ সন্ধ্যা

0
Spread the love



ইন্দ্রজিৎ আইচ

কিংবদন্তি প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বি ই সি – ১৯৬৯ (শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৬৯ প্রাক্তনী সংগঠন) এবং কলামণ্ডলম এর যৌথ উদ্যোগে “রাগ – তাল – নৃত্যে সলিল চৌধুরী” এক অনন্য শ্রদ্ধার্ঘ্য গত ১১ ই জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধা ৫:৩০ দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেনসে কলামণ্ডলমের গুরু গোবিন্দন কুট্টি অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো।

১৯৯৫ সালে শিল্পীর প্রয়াণের পরে তাঁর স্মরনের সর্বপ্রথম আয়োজন বি ই সি – ১৯৬৯ এর উদ্যোগেই করা হয়েছিলো। এইবারের উপস্থাপনার মূল বিষয়বস্তু হলো সলিল চৌধুরীর কালজয়ী কিছু রাগাশ্রয়ী গানের আঙ্গিকে বিভিন্ন ধ্রুপদী নৃত্য (কথাকলি, ভরতনাট্যম, কুচিপুড়ি, মোহিনিআট্যম, কত্থক) উপস্থাপিত করেন বিভিন্ন নৃত্য শিল্পীরা। যেমন সুগতা রায় (কুচিপুড়ি) (বাঁশি কেন হায়, আমারে কাঁদায়), ঝিনুক মুখার্জী সিনহা ( ভরতনাট্যম) (বাজে গো বীনা), তানিয়া দেওয়ানজী (ভরতনাট্যম) ( যা রে যা রে উড়ে যা রে পাখি), সম্রাজ্ঞী ঘোষ (কথাকলি এবং কত্থক) (পা মা গা রে সা), কলামন্ডালাম স্বর্ণদ্বীপা মহন্ত (মোহিনিআট্যম ) (ডেকো না মোরে ডেকো না গো আর), ইলিনা বসু (ভরতনাট্যম এবং কথাকলি) (কেন যে কাঁদাও বারে বারে) পরিবেশনা সকল দর্শকদের বিশেষ ভাবে নজর কেড়েছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সলিল চৌধুরীর কন্যা স্বনামধন্যা অন্তরা চৌধুরী এবং বিখ্যাত নৃত্যগুরু ড: থ্যাঙ্কুমুনি কুট্টির , সোমনাথ কুট্টি র মত উজ্জ্বল নক্ষত্ররা, এবং শিল্পসংস্কৃতি জগতের বহু বিশিষ্ট মানুষজন।

মঞ্চে সকল অতিথিরা বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন। এই অনুষ্ঠানের সামগ্রিক উপস্থাপনা ও পরিকল্পনায় ছিলেন অশোক দত্ত। সহযোগিতা ও নৃত্য সঞ্চালনায় ছিলেন সুগতা রায়। প্রযোজনা এবং ব্যবস্থাপনায় ছিলেন বি ই সি ১৯৬৯-এর সদস্যবৃন্দ ও জয়ন্ত প্রধান।

Author

Leave a Reply