বাংলায় প্রথম পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য সম্মত পিউ টেকনোলজির জুতোর সম্ভার নিয়ে হাজির বাঙালি পাদুকা ব্যবসায়ী

Spread the love

পরিবেশ বান্ধব জুতো চালু করার উদ্যোগ মুর্শিদাবাদ জেলার সালার এক বাঙালি জুতো ব্যবসায়ীর। একদম গ্রাম থেকে উঠে আসা নবীন ব্যবসায়ী আমিরুল ইসলাম জুতোর জগতে বিপ্লব আনতে চান। সেই জন্যেই জুতোর সঙ্গে জড়িয়ে থাকা পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ভাবনা চিন্তা।বাংলায় প্রথম পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য সম্মত পিউ টেকনোলজির জুতোর সম্ভার নিয়ে হাজির বাঙালি পাদুকা ব্যবসায়ী। পারিবারিক জুতোর ব্যবসা। নিজেরাই তৈরি করেন। দক্ষিণ ও পশ্চিম ভারতে এই প্রযুক্তিতে তৈরি জুতো বাজারে থাকলেও,বাংলায় ছিল না এতদিন। যে উপাদান উপকরণ দিয়ে নিজেদের ফ্যাক্টরিতে এই জুতো তৈরি হচ্ছে সে বিষয়ে জানানোর জন্য পাশের রাজ্যের ১০০ র বেশী ব্যবসায়ীরাও যোগদান করলেন। পুজোর আগে পরিবেশ বান্ধব জুতোর লঞ্চ অনুষ্ঠানে। আমিরুল ইসলাম বলেন, সামনে পুজো আসছে আমরা প্লাস্টিকের বিরুদ্ধে এবং জুতোর উপাদানের মধ্যে যাতে পরিবেশের ক্ষতিকারক এবং স্বাস্থ্যের ক্ষতিকারক উপাদান না থাকে সেদিকে নজর দিয়েই এই নতুন প্রোডাক্ট তৈরি করছি। দাম ও সাধ্যের মতো রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন।পরিবেশবান্ধব এই জুতো ব্যবহার করতে এগিয়ে এসেছেন গ্ল্যামার জগতের মানুষজনও।

টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী জানালেন এই জুতো নিয়মিত ব্যবহার করছেন তিনি। পুজো ফ্যাশনেও প্রথম পছন্দ।

এই দুর্গাপুজোতে MLH Gobongo Pvt. Ltd-এর জনপ্রিয় ব্র্যান্ড Toptrack নিয়ে এসেছে অসাধারণ স্পেশাল স্কিম, যেখানে বড় অর্ডারে মিলছে আকর্ষণীয় উপহার অফারটি ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য।


৭৫ কেস কিনলেই পাবেন একটি Motorola স্মার্টফোন, ১০০ কেসে পাবেন একটি ১৮৫ লিটার ডাবল ডোর রেফ্রিজারেটর, ২৫০ কেসে মিলবে ১ জনের থাইল্যান্ড ট্রিপ(৫ দিন ৪ রাত), ৪৫০ কেসে ২ জনের থাইল্যান্ড ট্রিপ, ৬০০ কেসে ৩ জনের থাইল্যান্ড ট্রিপ, ১০০০ কেসে পাবেন ৬ জনের সম্পূর্ণ খরচসহ থাইল্যান্ড ভ্রমণ উপহার মিলবে অর্ডার সম্পন্ন ও যাচাইয়ের পরে। শর্তাবলী প্রযোজ্য। অংশ নিতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ Toptrack ডিস্ট্রিবিউটর বা MLH Gobongo Pvt. Ltd-এর সেলস ম্যানেজারের সঙ্গে।এবার ব্যবসায় বাড়তি লাভের সঙ্গে উপভোগ করুন উৎসব ও আন্তর্জাতিক ভ্রমণের আনন্দ শুধুই Toptrack -এর সঙ্গে.

Author