“দ্য ট্রেডিশনাল মেডিসিন” এবার অনলাইনে পরিষেবা

Spread the love

ভারতের অন্যতম প্রাচীন চিকিৎসা আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্র। প্রাচীনতম এই চিকিৎসার যুগের সঙ্গে সঙ্গে আধুনিক প্রক্রিয়াতে অনেক অগ্রগতি হয়েছে। সেই চিকিৎসার আরোও উন্নত পরিষেবা দিতে এগিয়ে এসেছে “দ্য ট্রেডিশনাল মেডিসিন”। মুম্বাইয়ের এই সংস্থার কর্ণধার সুমিত শ্রীমল জানালেন অনলাইনের মাধ্যমেও শ্বেতী ও চর্ম রোগের চিকিৎসা এবং কুরিয়ার পদ্ধতিতে ওষুধ পরিষেবা দিতে বদ্ধ পরিকর। বুধবার নিউ আলিপুরের মঞ্জুশ্রী গ্রীনে এক সাংবাদিক বৈঠকে সংস্থার কর্ণধার সুমিত শ্রীমল জানালেন কলকাতায় ইতিপূর্বে আমাদের চিকিৎসা চালু থাকলেও এবার থেকে আমরা অনলাইন পরিষেবা চালু করলাম। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মিসেস ইন্ডিয়া শ্রীপর্ণা রায় এবং মিসেস ইন্ডিয়া ইউনিভার্স সৌমী দত্ত সহ অন্যান্যরা।

Author

You may have missed