Spread the love

আজ ( National Handloom Day )জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে কলকাতার একটি নামি হোটেলে কলকাতা ফ্রেন্ডশিপ ডে এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে একটা শাড়ির ফ্রি সেলিব্রেটিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাশাপাশি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়। Saree n Me (শাড়ি এন্ড মি)নামে একটা সংস্থা জাতীয় হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি বা শিল্পকে বিশেষভাবে আলোকিত করে দেশের সমস্ত মহিলাদের উদ্বুদ্ধ করাই এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য ছিলো।ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে হস্তশিল্পের এতটা গুরুত্ব ধীরে ধীরে এই গুরুত্ব দেশের সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে গুরুত্ব বাড়ছে এই অনুষ্ঠানটি হৈমন্তী মুখার্জি এবং অলকানন্দা চক্রবর্তী তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজিত হয়।আগামী দিনে এদের(শাড়ি এন্ড মি)এর পক্ষ থেকে বিজয়া দশমীর দিনটিতে লাল পার সাদা শাড়ি ও নতুন নতুন শাড়ির স্বয়ংবর নিয়ে জনসম্মুখে এনে দেশবাসীকে তাই লাগানোর জন্যই যথেষ্ট থাকবেন।

Author

You may have missed