অয়ন দে-এর পরিচালনায় শুরু হচ্ছে নতুন শর্ট ফিল্ম “কালবৈশাখী”-এর শ্যুটিং

গল্পে চিত্রপুর গ্রামের জমীদার বাড়ির দুই বোন, নিবেদিতা এবং অন্নপূর্ণা ২০ বছর আগে তাঁদের জমিদার পরিবারের সঙ্গে হওয়া কোনও অন্যায়ের বদলা নেবে। নিবেদিতা জমিদার বাড়ির বড়মেয়ে, যে এখন একটি বিদেশি কোম্পানীতে চাকরি করে। অন্নপূর্ণা ওই বাড়ীর ছোটমেয়ে। ২০ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনায়, অন্নপূর্ণা শৈশবেই তাঁর স্মৃতিশক্তি হারায়। এক সময় সেই জমিদার বাড়িতে আসে কুখ্যাত প্রমোটার দীনবন্ধু শর্মা এবং তার ছেলে শুভ্রনীল। শুভ্রনীল, দীনবন্ধু বাবুর ছেলে হলেও, সে আদ্যপান্ত একজন ভাল মানুষ। সে বাবার অন্যায়কে কখনওই সমর্থন করে না।শুভ্রনীল তার বাবার সঙ্গে এই জমিদার বাড়ীতে আসার পরে ২০ বছর আগের ঘটনায় তাঁর বাবার যোগের কথা জানতে পারে, তারপর কী হবে? এই গল্পই বলবে ছবিটি।

ছবিতে ‘নিবেদিতা’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনয়া নন্দীকে এবং ‘অন্নপূর্ণা’র চরিত্রে রয়েছেন পৃথা দাস। ‘শুভ্রনীল’-এর চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে এবং কুখ্যাত প্রমোটার ‘দীনবন্ধু’র চরিত্রে দেখা যাবে অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে।