শ্যামনগর রবীন্দ্র ভবনে সাড়ম্বরে উদযাপিত হলো অঙ্গন বেলঘরিয়ার দুদিনের নাট্য উৎসব

Spread the love


ইন্দ্রজিৎ আইচ

দীর্ঘ বহু বছর ধরে অঙ্গন বেলঘরিয়া নানা বর্ণময় নাটক মঞ্চস্থ করে চলেছে। অঙ্গন বেলঘরিয়া বাংলা থিয়েটারের জগতে এক উল্লেখ যোগ্য নাম। প্রতি বছরের মতো সম্প্রতি আগস্ট মাসের ১ এবং ২ তারিখ শ্যামনগর রবীন্দ্রভবনে অঙ্গন বেলঘরিয়ার আয়োজন দুদিনের নাটকের উৎসব অনুষ্ঠিত হলো। এই উৎসবে মোট চারটি নাটক মঞ্চস্থ হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব অভিনেতা নিতাই চন্দ্র গুপ্ত । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোমনাথ শ্যাম (বিধায়ক, জগদ্দল বিধানসভা কেন্দ্র) কিন্তু বিশেষ কাজ পড়ে যাওয়ার দরুন উনি উপস্থিত থাকতে পারেননি। এই দুদিনের নাট্য উৎসবে গরিফা নাট্যায়ন, কাঁচরাপাড়া ফিনিক, শ্যামনগর নাট্য বিতান ও ইছাপুর আলেয়া নাট্যদল নাটক মঞ্চস্থ করেন। অঙ্গন বেলঘরিয়ার পক্ষ থেকে তপন বিশ্বাস উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই দুদিনের উৎসবে শ্যামনগর রবীন্দ্র ভবনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। এই মূল অনুষ্ঠানটি আর্থিক সহায়তা করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী। সব মিলিয়ে জমে উঠেছিলো তাদের দুদিনের এই নাট্য উৎসব ২০২৫।

Author