আদিনাথ দাস এর ভাবনা, নির্মাণ ও বিন্যাসে অনুষ্ঠিত হলো একটি “তান” এর আয়োজনে চমৎকার নৃত্যনাট্য “উমা এলো”

–ইন্দ্রজিৎ আইচ
বাংলার মাতৃ বন্দনা মানেই দুর্গাপুজোর আবাহন। কৈলাস থেকে মা আসছেন বাপের বাড়ি। সেই মেয়ে যেখানে বাংলার আরাধ্যা দেবী হয়ে ওঠেন বাংলার ঘরের মেয়ে উমা। উমার আগমনকে কেন্দ্র করেই বাংলার লোকসংস্কৃতির সাথে জড়িয়ে আছে আগমণী গান। যে গানে গীতরস ও নাট্যরসের এক সম্পৃক্ত মিশেল আছে।
শারদীয়ার প্রাক্কালে ঘরের এই লোকসংস্কৃতির নির্যাসকে ভিত্তি করে একটি তান প্রযোজনায় “উমা এলো” অনুষ্ঠিত হলো গত ১৬ ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কলেজ স্ট্রীটের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে।
এই নৃত্যনাট্য ভাবনা, নির্মান ও বিন্যাসে সাধুবাদ পাবেন পরিচালক আদিনাথ দাস। বিভিন্ন চরিত্রে ছিলেন হর-রণিত মোদক, উমা-সাধনা হাজরা, গিরিরাজ- মিথুন ব্যানার্জী, মেনকা-কাবেরী কর (পুইতন্ডি)।
সকল শিল্পীদের উপস্থাপনা অনবদ্য। এই নৃত্য নাট্য তে তিরিশটি গান আছে। উমার কন্ঠে সনিয়া সাহার গান শুনতে শ্রুতি মধুর লাগে।
সংগীত পরিচালনায় ছিলেন ড: চন্দন কুমার রায় ও প্রমিতি রায়। সেই সঙ্গে মঞ্চনির্মানে সমীর কুন্ডু, স্বপন শীল এবং আলোয় মিঠু মন্ডল বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছেন। সব মিলিয়ে জমে উঠেছিলো দুর্গার আবাহন নিয়ে দু ঘণ্টার জমজমাট এই নৃত্যনাট্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৌশানী কুন্ডু।