মুক্তি পেল অভীক রায়ের “মাস্টারমশাই”

Spread the love

জীবনে চলার পথে পড়াশোনা ভীষন জরুরী,মেধাবী ছাত্র মানেই ভালো মানুষ হওয়া নয়। সত্যিকারের মানুষ হতে গেলে চাই চরিত্র গঠন, আর তা দিতে পারেন এক জন শিক্ষক, মেধা গুরুত্ব পায় তখন যখন মানুষের কাজে লাগে।

অনিরুদ্ধ সান্যাল, এক দশম শ্রেণির ছাত্র, যার পড়াশোনায় মন নেই একদম। সারাদিন খেলা ধুলো আর ঘুড়ি ওড়ানো যার কাজ। অনির বাবা নিয়ে আসে এক জাঁদরেল মাস্টারমশাইকে, অনি কে শাসন করে মানুষ করে তোলার জন্য। কিন্তু সেটাতে আরও হীতে বিপরীত হয়ে যায়। ওর আর কিছুতেই মন ছিলনা। তারপর জ্যাঠামশাই নিয়ে আসেন আরেক মাস্টারমশাইকে,যে অনির পুরো জীবনটাই পালটে দেয়। কীভাবে পাল্টায় তা নিয়েই ছবির গল্পের চিত্র গড়ে উঠেছে।

ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, দেবদূত ঘোষ, মৌমিতা চক্রবর্তী গৌরীনাথ ব‍্যানাজী, অমিত গাঙ্গুলি, সাগরিকা রায় ,পল্লব কীর্তনীয়া, উত্তম দত্ত এবং মা:নীলাদ্রি ঘোষ সহ আরো অনেকে।

অভীক রায়ের সঙ্গীতায়োজনে ছবির গান গুলি গেয়েছেন শ্রাবণী সেন, সাসা ঘোষাল, ও চন্দ্রাবলী রুদ্র। সানি প্রোডাকশনের । নিবেদনে, শিব প্রাসাদ মণ্ডলের প্রযোজনায় ১৬ সেপ্টেম্বর মুক্তি পেল “মাস্টারমশাই” কলকাতা সহ সারা রাজ্যে। ইতিমধ্যেই দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে মন কেড়েছে এই ছবি।

Author

You may have missed