স্মৃতিচিহ্ন

Spread the love

খেলার জগতের দিকপাল ফুটবলার বদ্রু ব্যানার্জী গত ২০.৮.২০২২ এ প্রয়াত হয়েছেন। বালীর এই কৃতি সন্তান কে বালীতে প্রথম সম্মানিত করা হয় ১৯৬৪ সালে লাল বাবা কলেজে। সমগ্র অনুষ্ঠান টি বিজয় রায়ের পরিচালনায় সফলতা পায়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বদ্রু ব্যানার্জ, বিজয় রায়ে, ভবানী শঙ্কর মুখার্জী, রাম বাগচী প্রমুখ। ছবিটি বিজয় রায়ের পারিবারিক সংগ্রহ থেকে গৃহীত।

Author

You may have missed