বাঙালির পইলা বৈশাখে শাড়ী লুকে অনবদ্য টলি অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী

Spread the love

নববর্ষে নতুন লুকে অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী। টিভির পর্দায় নানান লুকে দেখা গিয়েছে তাকে বারবার। কিন্তু এবারে নতুন ফটোশ্যুটে পুরোপুরি আলাদা ভাবে দেখা গেল তাকে।

“মুকুট” সিরিয়ালে তুলির চরিত্রে দেখা যায় রোজ টিভির পর্দায় তাকে। কিন্তু এই নববর্ষে তাকে অব হোয়াইট সাদা শাড়ীতে অন্য লুকে দেখা গেল। ফটোশ্যুটের দ্বায়িত্বে ছিলেন সোমনাথ রায়। জয় রায় এর পোষাকে পুরোপুরি নতুন ভাবে দেখা গেল তাকে। অভিনেত্রী সুকন্যা চ্যাটার্জী জানান “নববর্ষ মানে আমার কাছে খুব আনন্দের একটি সময়। খাওয়া,পরিবার সবাইকে নিয়ে আনন্দে কাটানো কিছু মুহুর্ত। সবার নববর্ষ ভালো কাটুক এটাই চাই”।

ফটোশ্যুট নিয়ে জয় রায় জানান “সুকন্যা চ্যাটার্জী লুক টা খুব মিষ্টি। তাই ছবিতে সুকন্যা চ্যাটার্জী খুব ভালো আসে। কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি দর্শকদের এই লুকটা ভালো লাগবে”।

Author

You may have missed