দুই কেন্দ্রীয় মন্ত্রী র সাথে ও ব্রাহ্মণ সঙ্গঠনের আলোচনা

Spread the love

সম্প্রতি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী, শ্রী রামদাস আঠাওলে, সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং ব্রাহ্মণ বৈষ্ণব আন্দোলনের প্রধান ইন্দ্রনীল মুখার্জির এক ঘরোয়া বৈঠক হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার মতুয়া ঠাকুর বাড়িতে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামদাস আঠাওলে তার কেন্দ্রীয় তহবিল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের, প্রতিবন্ধী মানুষের জন্য যথাযোগ্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রাহ্মণ বৈষ্ণব আন্দোলনের প্রধান, ইন্দ্রনীল মুখার্জি বলেন,” রাজ্যের ব্রাহ্মণ সমাজ এখন পিছিয়ে আছে রাজ্যের বৈষ্ণব সমাজ তারাও অনেক অন্ধকারে আছে এদের নানা সমস্যা রয়েছে। সমাধান প্রয়োজন। বিশেষত আর্থিক সমস্যার সমাধান প্রয়োজন। “প্রতিমন্ত্রী ও সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে মতুয়া মহাসঙ্ঘের ব্যবস্থাপনায় বেশ কয়েকজন প্রতিবন্ধী পিছিয়ে পড়া মানুষ কে তিন চাকার সাইকেল প্রদান করা হলো। অনুষ্ঠানে ব্রাহ্মণ বৈষ্ণব আন্দোলনের- নির্মল শর্মা, কল্পতরূ ভট্টাচার্য, রঞ্জন শর্মা, পার্থ চক্রবর্তী ও চিরঞ্জিত দাস সহ বেশ কয়েকজন কার্যকর্তা উপস্থিত ছিলেন।

Author

You may have missed