ভারতীয় জীবন বীমা নিগমের পঁয়ষট্টি তম বছর

Spread the love

ভারতীয় জীবন বীমা নিগমের পঁয়ষট্টি তম বছরের বীমা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে কলকাতা পুলিশের আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহের মধ্যে আই পি এস ডি সি ট্রাফিক শ্রী অরিজিৎ সিনহা মহাশয়ের হাতে এল আই সির তরফে ইস্টার্ন জোনের রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং) শ্রী ত্রিভুবন অধিকারী মহাশয় দুই শত গার্ড রেল তুলে দিলেন। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লাল বাজারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এল আই সির করপোরেট কমিউনিকেশনের রিজিওনাল ম্যানেজার শ্রী অতনু সেনগুপ্ত ও এষ্টেট সেক্রেটারি শ্রী অরিন্দ্রজিৎ সিকদার মহাশয়।

Author

You may have missed