ফ্যাশন ডিজাইনিং জগতে নতুন প্রতিভা বৈভব (সন্দীপ শীল)
ফ্যাশন দুনিয়ার রঙ্গমঞ্চে পা দেওয়া বেশিদিনের নয়, কিন্তু এই কয়েক দিনেই ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের জাত চিনিয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বৈভব (সন্দীপ শীল)। নিজের ডিজাইনার ব্র্যান্ডের পাশাপাশি চলতি বছরে ২৩শে মার্চ বৈভব প্রোডাকশন নামে নতুন একটি প্রোডাকশন হাউসের উদ্বোধন হয় ও তার ব্যানারেই কলকাতা মেট্রোর অন্দরে প্রকাশ পায় তারই ব্র্যান্ডের এই হোর্ডিং। যেখানে মডেল হিসেবে তিনি ছাড়াও আছেন তার দীর্ঘদিনের বন্ধু ও মডেল সুচিস্মিতা সরকার। তাদের এই প্রয়াসের রুপসজ্জায় শিল্পী রায় ও চিত্রগ্রাহক কুণাল গৌরী চক্রবর্তী।
কলকাতার অন্যতম নামী ব্র্যান্ড হিসেবে গত ৩রা জুলাই ২০২১ সন্দীপের মা-য়ের শুভ জন্মদিনে উদ্বোধিত হওয়া এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্টও যথেষ্ট সুনাম কুড়িয়েছে। মডেলিং জগতে নতুন প্রতিভা অন্বেষনকারী শুভ্রজিত, সৌরভ ও তমোনাশের ফ্যাশনফাস প্রোডাকশনের সঙ্গেও সন্দীপ প্রত্যক্ষভাবে যুক্ত। সত্যি কথা বলতে মডেলিং জগতের কথা শুনলেই যারা নাক শিটকোন তাদের কিছুটা মিথ্যে প্রমাণ করে সন্দীপের দেখানো পথ ধরেই মডেলিং জগতে ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছে তারা। আগামী দিনে একে অপরের হাত ধরে মডেলিং জগতে আরও ভালো কাজের ছাপ রেখে যেতে বদ্ধপরিকর তারা আর তার জন্য চলেছে তাদের নিবিড় পরিকল্পনা।