লেকটাউনের বাঙুরে উদ্বোধন হলো হেয়ার কাটিং সেলুন টনি এন্ড গাই এসেন্সিয়ালস্

Spread the love

পূজোর মুখেই উদ্বোধন হলো হেয়ার কাটিং সেলুন টনি এন্ড গাই এসেন্সুয়ালস্।এই নিয়ে চতুর্থ আউটলেট খুললেন সংস্থার কর্ণধার শাকিল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ সহ তার পরিবার বর্গেরা। মিস্টার আহমেদ জানান সাধারণ মানুষের দিকে দৃষ্টি রেখে খোলা হয়েছে এই হেয়ার কাটিং সেলুন। রিজনেবল প্রাইসে পাশাপাশি ফ্যামিলি প্যাকেজ এর ব্যবস্থাও যে থাকছে তা জানাতে ভুললেন না এর আরেক কর্ণধার মিসেস কুত্তা। ১০/১ বাঙুর এভিনিউ এই হেয়ার কাটিং সেলুন গৃহ যে আধুনিক ঝা চকচকে ব্যাপার রয়েছে তা অন্যান্য ব্র্যান্ডিং সেলুন কে অনেকটাই পিছিয়ে ফেলতে পারে বলে অভিমত এখানকার কাস্টমারদের। এ ধরনের সেলুন পেয়ে খুশি বাঙুরের আশেপাশের সাধারণ মানুষরা।

Author