বর্ষশেষের উদযাপন :রান্নাবান্নার পার্কস্ট্রিট স্পেশাল উইক






দেখতে দেখতে বিশে বিশ প্রায় শেষ হতে চলল নতুন আশার আলো নিয়ে আসছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান। ভোজনরসিক বাঙালীর কাছে নিউ ইয়ার আর পার্ক স্ট্রিটে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া হল সমার্থক। ভাবছেন এবছর প্যান্ডেমিকের চক্করে সেটা মিস হতে চলল। চিন্তা কী ? সাল শেষের আনন্দ উদযাপন করতে রান্নাবান্না হাজির হয়েছে বিশেষ সপ্তাহ “পার্ক স্ট্রিট স্পেশাল উইক” নিয়ে। সারা সপ্তাহ জুড়ে রান্নাবান্নায় থাকছে পার্ক স্ট্রিটের নামজাদা রেস্তরাঁর লোভনীয় সব ডিশ। ট্রিঙ্কাস-এর চিকেন আলাকিভ, দা পার্ক-এর ক্রিসাস্থিমাম ফিস, সিয়েনা কাফের প্রন পপকর্ন, বারবিকিউ নেশনের কোস্টাল বার-বি- কিউ প্রন, ফ্লুরিস-এর ক্লাসিক ফ্রুটকেক এর মতো মুখে জলঝরানো রান্নার এক্সক্লুসিভ রেসিপি এবার বাড়িতে বসেই পেয়ে যান। সঙ্গে অবশ্যই থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও রক্তিমের খুনসুটি এবং পার্ক স্ট্রীটের নামকরা রেস্তরাঁগুলির নানান অজানা কাহিনী। সব মিলিয়ে জমজমাট থাকছে বর্ষ শেষের রান্নাবান্নার সপ্তাহ ।