জমে উঠেছিলো নূপুর ডান্স একাডেমির বার্ষিক উৎসব

Spread the love


ইন্দ্রজিৎ আইচ

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিতে সম্প্রতি অনুষ্টিত হলো কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব। শহর জুড়ে তার প্রস্তুতি ছিল তুঙ্গে। উক্ত অনুষ্ঠানের জন্যে ‘কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমি’ ও ‘উড়ান’ এর আয়োজনে এই নৃত্য উৎসব পালিত হলো। উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার কুমার শর্মা এবং তার টিম ‘কত্থক রকার্স’ । তাঁরা মঞ্চস্থ করলেন “ত্রিনাদ”, যা এর আগে দেশের বাইরে অনুষ্ঠিত হলেও দেশে এই প্রথম।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চ থেকে আয়োজকদের পক্ষ থেকে কুমার শর্মা জি কে বরণ করে নেন ইন্ট্রোলিঙ্ক-এর কর্ণধার তন্ময় সাহা। নূপুর ডান্স অ্যাকাডেমির একাধিক ছাত্র ছাত্রীরা শুরুতেই করেন নৃত্য পরিবেশন, নৃত্য এবং গানের মধ্য দিয়ে উঠে আসে ধর্ষণের বিরুদ্ধে স্বর। এরপর শুরু হয় কাঙ্খিত সেই “ত্রিনাদ”। নাচ, গান, তাল মিলিয়ে সে এক অদ্ভূত আবেশ মেতে ওঠেন দর্শকরা। ‘কত্থক রকার্স’ বুঝিয়ে দেয় বিদেশের মাটিতে তাঁরা যেমন জমিয়ে এসেছেন, দেশের মাটিতেও তার অন্যথা হবে না। শব্দ, আলোর এক মায়াবী পরিবেশে মোহিত হয়ে ওঠেন দর্শকাসনের প্রতিটি মানুষ। সংস্থার পক্ষ থেকে গোপা মুখার্জি বলেন, “দীর্ঘ দিন অপেক্ষা করে তারপর উৎসবটি সম্পন্ন করা গেলো । নূপুর ডান্স একাডেমির এই পার্বন উৎসব মুখরিত হয়ে ওঠে সকল দর্শকদের কাছে।

Author