এইচ আর এডুকেশন মিট ’22

Spread the love

কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট সম্প্রতি আয়োজিত হল “তৃতীয় ন্যাশনাল এইচআর কনক্লেভ ২০২২” অনুষ্ঠিত কলকাতার একটি পাঁচতারা হোটেলে।


তৃতীয় ন্যাশনাল এইচআর কনক্লেভের বিষয় “ছিল মহামারীর পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ ও পরিস্তিতির পর্যালোচনা” উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ৫০টিরও অধিক নামী কোম্পানির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক বিশিষ্ট ব্যক্তিবর্গ । এন এইচ আর ডি, সহ অন্যান্য সংস্থার বিশিষ্টরা । কে ই আই এর সভাপতি টিপম ভট্টাচার্য এবং সম্পাদক উমা ভট্টাচার্য ২০০৪ এ বপন করা কে, ই, আই নামের ছোট্ট চারাগাছ টিকে লালন করে চলেছেন আজও ছাত্র-ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ‘ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের’ মধ্যে সম্পর্ক স্থাপন, অবশ্যই ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নের লক্ষ্যে এবং তাদের শিল্প ও বানিজ্যর চাহিদা অনুযায়ী হাতে কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তোলার উদ্দেশ্যে। যাতে তারা বর্তমান সময়ের সাথে মানব সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারে l

Author