রক্তদান ও বিশ্ব পরিবেশ দিবস
আজ ৫ই জুন ২০২২ কেশব চন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান ও বিশ্ব পরিবেশ দিবস এর সচেতনতার এক সুন্দর অনুষ্ঠান এর আয়োজন হয়, এই রক্তদান শিবিরে মোট ৪০জন রক্তদাতা রক্ত দেন তার মধ্যে ৩২ জন পুরুষ এবং ৮ জন মহিলা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় কুনাল ঘোষ মহাশয়, ৪০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ হাজরা ও পৌর প্রতিনিধি সূপর্না দত্ত, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী ও বুলবুল সাউ, সোসাইটির চেয়ারম্যান সঞ্জয় রায় এবং মানব দে, বাবুয়া সিং প্রমুখ। সমস্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে কমলেশ সাউ ও তার সহযোগিরা কৃতিত্বের দাবিদার।