Spread the love

Story:রামিজ আলি আহমেদ

Photography:রাজীব মুখার্জী

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় পরিচালক রাজর্ষি দে তৈরি করেছেন মায়া। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-কে নিজের মতো করে বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক রাজর্ষি দে।

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আর এই ছবিতেই টলিউডে ডেবিউ হলো মিথিলার। মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে দেখা যাবে মিথিলাকে। মায়া লেডি ম্যাকবেথের অল্টার ইগো। অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের—সেই গল্পই বলবে ‘মায়া’। মায়া শক্তির অপর নাম।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে, ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রটির অনেকগুলা শেডস আছে বলে জানা গেল। ছবিতে তাঁর ছেলের চরিত্রে আছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। নেশাসক্ত, ঘেঁটে যাওয়া শৈশবের স্মৃতি বয়ে নিয়ে চলা তাঁর চরিত্র।

দেবদাস বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পারমিতার ভূমিকায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
ছবিতে দেখা সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, রনিতা দাস,ঈশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, কান সিং শোধা-দের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

ছবির সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য, ক্যামেরায় ইন্দ্রনাথ মারিক, লুক অনুরুদ্ধ চাকলাদারের। ছবিটি এ বছরের শেষের দিকেই মুক্তি পাবে বলে জানা গেল।

বুধবার ছবির প্রথম সাংবাদিক সম্মেলন ও অফিশিয়াল লোগো প্রকাশ হয়ে গেল ‘ফাইভ ম্যাড মেন’-এ।রইলো অনুষ্ঠানের এক্সক্লুসিভ কিছু ছবি-

.

Author