এ ও টি এবং ইসরোর যৌথ প্রয়াসে মহাকাশ বিষয়ক মহিলাদের সেমিয়ার

0
Spread the love

একাদেমি অফ টেকনোলজি বা এ ও টি ওমেন্স ইন ইঞ্জিনিয়ারিং এ কলকাতা বিভাগের সহযোগিতায় গত ২০এপ্রিল মহাকাশ প্রকৌশলে মহিলা বিষয়ক একদিনের সেমিনারের আয়োজন করে। তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশে নারীদের অবদান। এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজের স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ নেয়। উপস্থিত ছিলেন বেশকিছু মহাকাশ বিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক ও ডিরেক্টররা। তাঁরা মহাকাশ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

ড: দিলীপ ভট্টাচার্য একাডেমি অফ টেকনোলজি ডিরেক্টর বলেন মহাকাশ জগতে ছাত্রীদের বা মহিলাদের আরও এগিয়ে আসার কথা। ইসরোর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মৌমিতা দত্ত উপস্থিত থেকে “মঙ্গল অরবিটাল মিশন” ও “চন্দ্রযান” সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়াও মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশন ইসরোর মাইক্রোওয়েভ রিমোট সেন্সর ও মহাকাশ অভিযানে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন হর্ষিতা ইকলানি। প্রফেসর অনিন্দিতা ব্যানার্জি একাডেমি অফ টেকনোলজির চেয়ারম্যান আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি দেন এবং এরকম সেমিনার যাতে আরো করা যায়, সেদিকে তিনি লক্ষ্য রাখার কথা বলেন।

Author

Leave a Reply