করোনা যোদ্ধা হিসাবে শহরে সম্মানিত হলেন চিকিৎসকরা

Spread the love

                     

রাজকুমার দাস

অতিমারীর জেরে ভারত বর্ষ এবং তারসাথে সারা বিশ্ব দৈনন্দিন জীবনের এক ভারসাম্য হারিয়েছে। কোন রোগ যখন মানব শরীরে প্রবেশ করে তখনই সবচেয়ে বেশি যে মানুষদের দরকার পড়ে তারা হলেন চিকিৎসক।

করোনা সংক্রমনের প্রাক্কাল থেকেই চিকিৎসকদের কঠোর ও নিরলস পরিশ্রম একটু একটু করে দেশ তথা বিশ্বকে সারিয়ে তুলতে সক্ষম হচ্ছে। দিনরাত রোগীদের সেবা করা থেকে শুরু করে জীবনযাত্রার পরিবর্তনের ফলে যে সমস্ত রোগী মানসিক ভারসাম্য হারিয়েছেন তাদেরকে সুস্থ করার জন্য চিকিৎসকরা নিজেদের পরিবারকে ভুলে পড়েছিলেন হাসপাতলে।করোনা যোদ্ধা  বলতে প্রথমেই যাদের নাম আমাদের মাথায় আসে তারা হলেন চিকিৎসক।

করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে করতে গিয়ে  প্রাণ হারিয়েছেন বিভিন্ন বয়সের বহু চিকিৎসক। সেই করোনা যোদ্ধাদের সম্মান জানানোর এক অনবদ্য পরিকল্পনা নিল এম আর ফিজিও এন্ড রিহ্যাব ইউনিট এবং থিও ডায়াগনষ্টিক এন্ড পলিক্লিনিক l

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে সংস্থা দুটি
প্রায় শতাধিক বেশি চিকিৎসকদের  সম্মান জানিয়ে সম্মানিত করলেন।

M. R. PHYSIO & REHAB UNIT এর ডিরেক্টর ডক্টর মৃণাল কুন্ডু বলেন করোনাকালে শুরু থেকেই যেভাবে একের পর এক মানুষ সংক্রমিত হচ্ছিলেন এবং তার মধ্যেও সংক্রমিত হয়েছে বহু ডাক্তার। কিন্তু তারা জীবনকে বাজি রেখে চিকিৎসা করে গেছেন বহু সংক্রমিত রোগীর। তাদের এই নিরলস পরিশ্রম কে আমাদের তরফ থেকে একটি ছোট্ট সম্মান প্রদান।

M. R. PHYSIO & REHAB UNIT এর ইউনিট ম্যানেজার সৌমিত দাস বলেন আমরা  ধীরে ধীরে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠছি তার সম্পূর্ণ কৃতিত্ব একমাত্র যায় চিকিৎসকদের। চিকিৎসকদের এই সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি। আমাদের দেশে বহু চিকিৎসক এমন রয়েছেন যারা করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা।

THEO DIAGNOSTIC & POLYCLINIC এর ডিরেক্টর সুমন ঘোষ ও শতরূপ চৌধুরী অনুষ্ঠানে চিকিৎসকদের সম্মান প্রদান করে বলেছেন, আমাদের শরীরের কোন রকম অসুখের জন্য আমরা একমাত্র ভরসা করি ডাক্তারবাবুদের। ডাক্তারবাবুরা সেই রোগের চিকিৎসা করেন। কিন্তু করোনাকাল বুঝিয়ে দিয়েছে ডাক্তার বাবুদের এই নিরলস পরিশ্রমের চিত্র। দিনরাত তারা রোগীদের সেবা করে চলেছেন। শুধুমাত্র ডাক্তারদের সম্মান জানানো নয় যে সমস্ত রোগী করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করেছি আমরা।

THEO DIAGNOSTIC & POLYCLINIC এর সি ই ও শেখ নিজামুদ্দিন আলম   জানান আমাদের এই ছোট্ট প্রয়াস এর মধ্যেও আগামী দিনের স্বপ্ন লুকিয়ে আছে। এই করোনাকালে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রাণ হারিয়েছেন অনেক চিকিৎসক। অনেক মানুষ নিজেদের রুটিরুজি হারিয়েছেন। যে সমস্ত মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন তাদের জন্য আগামী দিনে বিভিন্ন রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্স-রে এবং বাদবাকি বিভিন্ন পরীক্ষা যাতে খুব কম খরচে করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।

বিশিষ্ট চিকিৎসকদের  মধ্যে উপস্থিত ছিলেন ডঃ দীপঙ্কর সরকার, ডঃ অর্জুন দাশগুপ্ত, ডঃ অরুণাভ লালা,
ডঃ অনিন্দ্য ব্যানার্জী, ডঃ মাধব চন্দ্র দাসপ্রমুখ।

Author