Life Beyond Cancer

ভাবনা আজ ও কাল সম্প্রতি রবীন্দ্রসদনে আয়োজন করেছিল এক সুন্দর অনূষ্ঠান। ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার ট্রুপ এর নৃত্যানুষ্ঠান ছাড়া ও ছিল আরমান রশিদ খান, অনীক ধর এর সঙ্গীতানুষ্ঠান ও দেবলীনা দত্তর নৃত্যানুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে যত টিকিট বিক্রি হয়েছে পুরো টাকা টাই দেওয়া হলো Cancer এ আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য।





এদিনের উপস্থিত সব শিল্পীরাই জানান এই রকম একটি অনুষ্ঠানের হাতে থাকতে পেরে খুব ভালো লাগছে। এই জন্য তারা সবাই অনেক ধন্যবাদ জানান ঋতুপর্ণা সেনগুপ্ত কে। Life Beyond Cancer এর সাথে বেশ কয়েক বছর ধরে যুক্ত থেকে সবরকম ভাবে সহযোগিতা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বলে জানান LBC -র সম্পাদক পার্থ সরকার।


এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বুধিয়া, নিকোলাস ফ্যাসিনো প্রমুখ, সমগ্র অনুষ্ঠান টি সুন্দর ভাবে সঞ্চালনা করেন চৈতি ঘোষাল ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। নৃত্যানুষ্ঠান এ আর ও ছিলেন অভিরূপ সেনগুপ্ত এবং ক্যানসার আক্রান্ত শিশু রাও।