মাটির কলস

কুষ্ঠরোদে পোড়ে যাচ্ছে অন্তর,

ওষ্ঠযুগল তোমার তৃষ্ণায় শীতল পানীয়জলতুমি ছাড়া তৃষ্ণা মিটে না,

খাঁ খাঁ মরুভূমি তাতে বর্ষার মেঘ হয়ে আসো দাবানলে গোলাপ ফোটাবতোমায় অমৃত দিয়ে সংসারের সমস্ত বিষ শুষে নেব। 

চাঁদের ঘরে মাটির কলস হয়ে এসো।