ব্যারাকপুরে গরীব আদিবাসী দের মধ্যে বস্ত্রদান কর্মসূচি
আজ ব্যারাকপুর পৌরসভার ১০ ও ১১নং ওয়ার্ডের বেশ কিছু নাগরিক বৃন্দের ব্যক্তিগত উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি র আয়োজন করা হয়েছিল। প্রায় শতাধিক গরীব অসহায় মহিলা কে নতুন শাড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সন্দীপ ব্যানার্জী, অহীন্দ্র নাথ বসু, সুমন লাল ও প্রিয়ব্রত সিনহা চৌধুরী। অনুষ্ঠানের কথা বলতে গিয়ে আয়োজক সিন্টু সেন বলেন নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এলাকার গরীব আদিবাসী সমাজের মহিলাদের প্রত্যেক বছরের মতন এই বছরও ওনারা শাড়ি বিতরনের মাধ্যমে একটা ভাতৃত্ববোধ তৈরি করে মা দূর্গার আবাহন কে সকলের মধ্যে ছড়িয়ে দেবার জন্যই এই কার্যক্রম এর উদ্যেশ্য।