শ্রম পাঠশালা র রাজ্য কমিটির আলোচনা সভা
আজ নৈহাটির সন্নিহিত হালিশহরে শ্রমিক দের শিশু দের জন্য ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের (বি আর এম জি এস ইউ) “শ্রম পাঠশালা “র এক বিরাট কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি শ্রী পরিমল কান্তি মন্ডল, সহ সভাপতি শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য সম্বিক নিয়োগী, নিরুপমা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক স্বপন কুমার মান, এবং আরও বিশিষ্ট কিছু সমাজসেবী।
সভাপতি শ্রী পরিমল বাবু বলেন, “শ্রমিক দের শিশু দের প্রকৃত শিক্ষা, সংস্কৃতি দিয়ে তাদের জীবনের অন্ধকার চিরতরে দূর কতে প্রকৃত মানুষ গরার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমাদের দেশের বেশির ভাগ শ্রমিক রা খাওয়া পড়ার খরচ যোগাতেই হিমসিম খেয়ে যায়,তার উপর তাদের শিশু দের শিক্ষা, এটা চিন্তা ই করতে পারে না। তাদের মতে পড়াশোনার চেয়ে তাদের মত কাজ করার প্রয়োজনীয়তা অনেক বেশি। কারণ, সবাই আয় করতে পারলে তবেই সংসার ঠিক ভাবে চলবে। এই ভূল ধারণা র অবসান ঘটিয়ে তাদের শিশু দের প্রকৃত শিক্ষা, লোকাল ভাসার সঙ্গে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আমরা এই শ্রম পাঠশালা র সুচনা করেছি। আমাদের প্রথম ইউনিট নৈহাটি তে শুরু হয়েছে। আমাদের ইচ্ছা আগামী মার্চ মাসের মধ্যে আরও ১০০টি এই ধরনের অবৈতনিক পাঠশালার সৃষ্টি করবো যেখানে শ্রমিক ও পিছিয়ে পরা মানুষ দের শিশু রা প্রকৃত, উচ্চস্তরের ইংরাজী শিক্ষায় শিক্ষিত হবে এবং ভবিষ্যতে একটি মহান মানুষ হিসাবে স্বীকৃতি পাবে।এই মহান কাজে আমি দেশের সব ধরনের উন্নত মানষিকতার মানুষ কে আহ্বান করছি যে আপনারা আমাদের সাথে আসুন আমরা এই শিশু দের প্রকৃত শিক্ষা দানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে অনেক অনেক উন্নত মানের করে গড়েতুলি এবং একটা সুন্দর দেশ গরে তুলি।”