হাটা প্রতিযোগিতা

Spread the love

মারুতি ব্যায়াম বিদ্যালয়ের উদ্যোগে পাঁচ কিলোমিটার হাটা প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো। হুগলির উত্তরপাড়া ভদ্রকালী থেকে শুরু করে হাওড়ার বালি বাদামতলার লিচু বাগানে এই প্রতিযোগিতা শেষ হলো।


দীর্ঘ ৮০ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে এই প্রতিযোগিতা শুরু করেন সেই সময়কার প্রাক্তন সাংবাদিক শ্রী বিজয় কৃষ্ণ রায়। সেই থেকে আজ অব্দি প্রতি বছর এই প্রতিযোগিতা হয়ে থাকে। প্রাথমিকভাবে শুরু হয়েছিল পাঁচ মাইল হাটা প্রতিযোগিতা এখন সেটি ৫ কিলোমিটার হয়ে দাঁড়িয়েছে তবে প্রতিযোগীদের অভাব দেখা যায় না। ৯৩ বছর থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত এই প্রতিযোগিতাতে নাম দেন এবং জিতে দেখান। আজকেও তার একই চিত্র দেখা গেল না মহিলা পুরুষ নির্বিশেষে হাঁটা প্রতিযোগিতায় নাম দেন। বয়স্করা যেমন হেঁটেছেন মহিলারাও হেটেছে এবং বাচ্চারাও হেঁটেছেন। টোটাল ১১২ জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং যারা স্বীকৃতি পান তাদেরকে উপহার এবং সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় ডাক্তার রানা চ্যাটার্জি , প্রাক্তন পৌর প্রতিনিধি প্রানকৃষ্ন মজুমদার, অঞ্জন মিত্র, শুভ কুমার, অমল প্রসাদ কুমার, সঞ্জয় রায় প্রমুখ।

Author