রিলায়েন্স রেসকিউয়ের পারসোনালাইজড সার্ভিস সেন্টার খুলল হাওড়ার কদমতলায়
কোলকাতা (১০ ফেব্রুয়ারী ‘২৩):- পশ্চিমবঙ্গের ২৩ তম পরিষেবা কেন্দ্র রূপে হাওড়ার কদমতলায় শুরু হল ‘রিলায়েন্স রেসকিউ-এর পারসোনালাইজড সার্ভিস সেন্টার’ (Reliance ResQ Personalised Service Centre)।
‘জস সার্ভিসেস হাওড়া’ (Jas Services Howrah) নামাঙ্কিত ‘রিলায়েন্স রেসকিউ পারসোনালাইজড সার্ভিস সেন্টার’-এর লোকার্পণ সমারোহ উপলক্ষ্যে পরিষেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিক্ষক নুপুর মুখার্জি, উদীয়মান মডেল ও অভিনেতা রাজশেখর রায়, মডেল অভিনেত্রী সুরভি দাস সহ উপস্থিত ছিলেন পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং।
আজ দুপুরে রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের আঞ্চলিক প্রবন্ধক রাজীব দাস (Rajib Das, Regional Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর পরিষেবা বিভাগের আঞ্চলিক প্রবন্ধক অমিত দাস (Amit Das, Regional Manager-Service, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর বিক্রয় বিভাগের গুচ্ছ প্রবন্ধক অনির্বাণ দাস (Anirban Das, Cluster Manager-Sales, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর দুই শাখা প্রবন্ধক বিক্রান্ত সিং (Vikrant Singh, Branch Manager, Reliance ResQ) ও অর্কজিত সিনহা (Arkajit Sinha, Branch Manager, Reliance ResQ), রিলায়েন্স রেসকিউ-এর হাওড়ার পরিষেবা প্রবন্ধক বিপ্লব মণ্ডল (Biplab Mondal, Service Manager-Howrah, Reliance ResQ)-এর উপস্থিতিতে কদমতলায় চালু হল ‘রিলায়েন্স রেসকিউ’-এর হাওড়ার প্রথম পরিষেবা কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহুর্তে কদমতলা পরিষেবা কেন্দ্রের কর্ণধার লালু সিং (Lalu Singh, Owner, Reliance ResQ Personalised Service Centre – Howrah) জানান, “স্থানীয় জনগণ বছরভর এই পরিষেবা কেন্দ্র থেকে সহায়তা পাবেন। এই কেন্দ্রের মাধ্যমে সুশিক্ষিত ইঞ্জিনিয়ারগণ নাগরিক পরিষেবার সাথে যুক্ত থাকবেন।”