Subir Adhikari Live In Digital Concert (Tabla Solo)

Spread the love

করোনা মহামারীতে বিশেষভাবে পিছিয়ে পড়া শিল্পী ও দুঃস্থ-অসহায় মানুষদের সাহায্যার্থে আবারও এক অনন্য নজিরের ঘটনা ঘটল। গত বছরের ন্যায় এবারও সাংস্কৃতিক সংস্থা Oops2Wow Events এবং Sangeet Kala Academy-র যৌথ উদ্যোগে Subir Adhikari Live In Digital Concert (Tabla Solo)-র আয়োজন করা হয়েছিল। অনলাইন টিকিটের বিনিময়ে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয়েছিল। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি দুঃস্থ-অসহায়, গৃহহীন মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে আবারও মানবতার পরিচয় দিলেন সাংস্কৃতিক সংস্থা Oops2Wow Events-এর দুই কর্ণধার সুপ্রিয় হুই এবং কৌস্তভ ঘোষ। তাদের মতে – “এরকম এক মহান কাজ করতে পেরে আমরা খুব খুশি, মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব গর্ব অনুভব করছি। আমাদের এই ছোট্ট ইভেন্ট হাউসের এই উদ্যোগের জন্য আমরা অনেক মানুষের থেকে প্রশংসাও কুড়িয়েছি। এভাবেই আমরা আরও অনেকটা পথ চলতে চাই, তার সাথেই আপনাদের সবাইকেও পাশে চাই।” অন্যদিকে স্বনামধন্য আন্তর্জাতিক তবলা শিল্পী তথা Sangeet Kala Academy-র প্রিন্সিপাল শ্রী সুবীর অধিকারী মহাশয়ের কথায় – “গতবারের মতো এবারও আমি Oops2Wow Events-এর এইরকম একটা মহান কাজে দ্বিতীয়বারের জন্য অংশ নিতে পেরে খুব খুশি, তারা ভবিষ্যতে এরকম আরও কাজ করুক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও আমার তরফ থেকে সবসময় সবরকমের সহযোগিতার হাত রয়েছে।”


এর পাশাপাশি Oops2Wow Events এবং Sangeet Kala Academy ধন্যবাদ জ্ঞাপন করতে চায় First Perfect Cooperative Society-কে। তারা প্রতিবছরের ন্যায় এ বছরও তাদের সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। এই সংস্থার কর্ণধার ডঃ রাজীব রক্ষিত, ডঃ মনোজ কুণ্ডু, ডঃ অভিজিৎ দাস, ডঃ দেবাশিস মহান্ত, ডঃ দেবাশিস চক্রবর্তী ও ডঃ অরিন্দম নাগ বিভিন্ন পেশা এবং রাজ্যে থাকা সত্ত্বেও দৃঢ়তার সাথে প্রতিবছর এই কাজ করে চলেছেন।

Author