ত্রিনয়নী আশ্রমে ২৬ তম প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠিত হলো

Spread the love

আজ ৮ই বৈশাখ ১৪৩০ শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন ত্রিনয়নী আশ্রমে ২৬ তম প্রতিষ্ঠাতা দিবসে ও৺শ্রী শিশির কুমার শর্মা (তারামা সাধক) বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে বহুদূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম হয়।

বীরভূম জেলার ত্রিনয়নী মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ থেকে আসা ভক্তরা আজকের দিনের জন্য সমাগম হন। তারাপীঠ জেলার ত্রিনয়নী আশ্রমে ও৺শিশির কুমার শর্মার অবর্তমান কালে দেখাশোনা করেন উনার ভ্রাতি পুত্র রুদ্র নারায়ণ শর্মা,উদিত নারায়ন শর্মা। উনুষ্টানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক দাস, সুপ্রিম কোর্টের আইনজীবী অনিন্দিতা রায় চৌধুরী,ডক্টর আদ্রিস আগারওয়াল,জয়দীপ মুখার্জী সুপ্রিম কোর্টের আইনজীবী আরও অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বীরভূম জেলার তারাপীট থেকে শুভ ঘোষ রিপোর্ট।

Author