বহরমপুরে পথসভায় রাজ্য ও কেন্দ্রকে এক সুতোয় বাঁধলেন জেলা সভাপতি মুস্তাক রশিদ
ইন্দ্রজিৎ আইচ
মুস্তাফ রশিদ।ওরফে মোহনলাল। তিনি বহরমপুর – মুর্শিদাবাদ এর দীর্ঘ দিনের এক জন স্বনামধন্য সমাজ সেবী।তিনি গরীব মেধাবী ছাত্র ছাত্রী দের পুস্তক প্রদান, দুস্থ মানুষদের বস্ত্র দান সবই তিনি বহুদিন ধরে করে চলেছেন।বহরমপুরে যে কোনো উন্নয়ন মূলক কর্মসূচি তে সব সময় তিনি যোগ দেন করেন।বহরমপুরে গত মঙ্গলবার
সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানীবাগানে এই পথসভা অনুষ্ঠিত হলো। মুর্শিদাবাদ জেলা সভাপতি মুস্তাক রশিদের নির্দেশে বহরমপুর লোকসভার সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথ সভা করা হয়। এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তাঁর লিফলেট বিতরণ করেন। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, সর্বভারতীয় আর্য মহাসভার শিক্ষা সেলের সভাপতি পার্থ সারথি চ্যাটার্জী
সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। আজকের এই পথসভা নেতা কর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যেই করা হয় বলে জানালেন জেলা সভাপতি মুস্তাক রশিদ। এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা পার্টির সর্বভারতীয় সভাপতির বিভাস চন্দ্র অধিকারী