“ঐতিহ্যের পটো ভূমিকায়”

Spread the love

ইয়ং মেনস্ স্পোর্টিং অ্যাসোসিয়েশন এর ৯২তম বর্ষে তাদের ভাবনা “ঐতিহ্যের পটো ভূমিকায়” হারিয়ে যাওয়া পট চিত্র দিয়ে সেজে উঠছে এবার এর মন্ডপ। সভাপতি প্রিয়াল চৌধুরী যুগ্ম সম্পাদক শিবম পাল ও অভিক সাউ জানিয়েছেন তারা মানুষের সামনে হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে চায়ে।।।

Author