এই বছরের দীপ সম্মান প্রদান করল ২৪×৭ তাজা সমাচার

0
Spread the love

কোলকাতা (অক্টোবর ‘২৪):- ‘ধনতেরস’ তথা ‘ধন্বন্তরি জয়ন্তী’-র পবিত্র তিথিতে এই বছরের দীপ সম্মান (Dip Samman 2024) প্রদান করল প্রখ্যাত অন লাইন সংবাদ সংস্থা ‘২৪× ৭ তাজা সমাচার’ (24×7Taaza Samachar)।

আজ দুপুরে বারাকপুর মহকুমার অন্তর্গত ডানলোপ মোড়ের নিকটস্থ ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’ (Travellers Club & Holidays) আয়োজিত কালীপুজোকে ‘পরিবেশ বান্ধব’ কালীপুজো রূপে সম্মানিত করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘২৪×৭ তাজা সমাচার’-এর কর্ণধার সপ্তর্ষি বিশ্বাস (Saptarsi Biswas, Owner, 24×7Taaza Samachar) জানিয়েছেন, “এই বছর আমাদের সংস্থা আয়োজিত ‘কালীপুজো পরিক্রমা’-য় অংশগ্রহণ করার জন্য কোলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০-এর উপর আবেদন জমা পড়েছিল, তার মধ্যে থেকে পরিক্রমার উপযোগী মোট ২০ টা পুজোকে আমরা বেছে নিয়েছিলাম। পরিক্রমার শেষে তার মধ্যে থেকে আজ আমরা মোট ৪ টে পুজো আয়োজক সংগঠনকে পৃথক পৃথক চারটে সম্মানে ভূষিত করলাম।”

‘২৪×৭ তাজা সমাচার’-এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, “এই বছর আমাদের বিচারকগণের বিচারে দমদম রোডের ‘সাউথ দমদম মিত্র সংঘ’ সেরা মণ্ডপ (Best Pandal), দমদম এম সি গার্ডেন রোডের ‘তরুণ সংঘ’ সেরা ভাবনা (Best Theme), কেষ্টডাঙা রোডের ‘শিবরামপুর ফাইভ স্টার ক্লাব’ সেরা মাতৃপ্রতিমা (Best Idol) সহ রবীন্দ্রনগরের ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’ পরিবেশ বান্ধব (Eco friendly) পুজো রূপে সম্মানিত হয়েছে।”

বিচারকদের বিচারে ‘পরিবেশ বান্ধব’ সম্মানে সম্মানিত হওয়ার পর ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’-এর কর্ণধার অভিজিৎ চৌধুরী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, “এই সম্মান পেয়ে আমি অভিভূত।”


‘সাউথ দমদম মিত্র সংঘ’-র তরফে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন বিশ্বজিৎ দে, এম সি গার্ডেন রোডের ‘তরুণ সংঘ’-র তরফে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন আদিত্য বাগুই এবং ‘শিবরামপুর ফাইভ স্টার ক্লাব’-এর পক্ষে আজ হর্ষোল্লাসের সাথে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন টুবাই শর্মা। স্মারক ও শংসাপত্র গ্রহণ করে এঁরা প্রত্যেকেই জানিয়েছেন, “এই জাতীয় সম্মান ভবিষ্যতে তাঁদের উদ্যোগ বাড়াতে সহায়ক হবে।”

‘দীপ সম্মান ২০২৪’-এর অন্যতম অংশীদার তথা ‘মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডজ’-এর কর্ণধার কিষাণ আগরওয়াল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, “সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পূজা পরিক্রমা করা হয়েছে।”

অপরপক্ষে ‘দীপ সম্মান ২০২৪’-এর অন্যতম বিচারক তথা ব্যক্তিগত জীবনে লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী মিন্টু চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রীতি মেনে নিষ্ঠা সহকারে মাতৃমূর্তি আরাধনার পাশাপাশি সমাজ যখন মহিলাকুলকে প্রকৃত সম্মান ও বাস্তবিক সুরক্ষা প্রদান করতে পারবে, সেদিনই মাতৃ আরাধনা সফল হবে।”


‘দীপ সম্মান ২০২৪’ পরিক্রমার শেষে অপর বিচারক তথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই পরিক্রমায় অন্যতম বিচারক রূপে থাকতে পেরে আমি গর্বিত।”

Author

Leave a Reply