হ্যালসিওন-এর হাত ধরে রাজ্যে চালু মেডেলা ক্যান্সার কিউর সেন্টার

Spread the love

প্রযুক্তিগত দুনিয়ায় দৈনন্দিন জীবনে যে অসুখের নামে আমরা শিহরিত হয়ে যাই তা হল ক্যান্সার। বিজ্ঞান যত এগোচ্ছে ততই উন্নত হচ্চে চিকিৎসা পরিকাঠামো। তাই এবার উন্নতর ক্যান্সার চিকিৎসার সুবিধা নিয়ে হাজির মেডেলা ক্যান্সার কিউর সেন্টার। শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনই ভাবনা নিয়ে উপস্থিত ছিলেন এই সংস্থার এমডি ডক্টর রাজেশ জিন্দাল, সমাজসেবী শ্রী সুশীল কুমার আগরওয়াল, ডক্টর অপূর্ব কাবাসি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আগামী শনিবার অর্থাৎ ২৩শে জানুয়ারি উত্তর ২৪পরগনার আগরপাড়ায় (৮৭এফ,বিটি রোড)আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আধুনিক প্রযুক্তিযুক্ত এই মেডেলা ক্যান্সার কিউর সেন্টার।

এদিন ডক্টর রাজেশ জিন্দাল জানান, প্রায় তিরিশ হাজার স্কোয়ার ফুটের এটি এক আধুনিক ডে কেয়ার সেন্টার। যেখানে ইউএসএ বেসড কোম্পানির হ্যালসিওন নামক লিনার অ্যাকসিলেরেটর মেশিন ব্যবহার করা হয়েছে, যারফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের রেডিও থেরাপির মাধ্যমে আরো উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এই সেন্টারে রয়েছে পঞ্চাশটি শয্যা। এই উন্নত রেডিওথেরাপির খরচ আঠাশ হাজার থেকে শুরু করে প্রায় আড়াই লক্ষ পর্যন্ত হতে পারে। আমরা প্রায়শই দেখতে পাই উন্নতর চিকিৎসা পরিষেবার জন্য রোগীকে রাজ্যের বাইরে স্থানান্তরিত করা হয়, এরফলে যেমন অত্যাধিক খরচের বোঝা বহন করতে হয় এবং একইসঙ্গে রোগী পরিজনেরা নানান সমস্যার সম্মুখীন হন। এবার এই সমস্যা থেকে মুক্তি দেবে হ্যালসিওন।

ক্যান্সার এখন ভীষণভাবে সোশ্যাল প্রবলেম,আর সেটা প্রতিনিয়ত বাড়ছে। হ্যালসিওন চিকিৎসা ব্যবস্থায় বেশ কার্যকরী হবে বলে আমরা আশাবাদী, এমনই মত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ডক্টর অপূর্ব কাবাসি-র।

Author