কলকাতা পুলিশের প্রথম আলোকচিত্র প্রদর্শনী

Spread the love

নিউজ ও ছবি রাজীব মুখার্জী l কলকাতা পুলিশের প্রথম আলোকচিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো 11 ডিসেম্বর 112, রিপন স্ট্রীট, কলকাতা পুলিশের “লাইমলাইট” ভবন এ। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতা পুলিশের নগরপাল শ্রী সৌমেন মিত্র IPS মহাশয়, আগামী 20 ডিসেম্বর রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী টি, খোলা থাকবে সকাল 11 থেকে বিকেল 7 টা পর্যন্ত। 18 জন কলকাতা পুলিশের অফিসারদের তোলা 72 টি আলোকচিত্র এই প্রদর্শণীতে স্থান পেয়েছে। মূলত এই আলোকচিত্র প্রদর্শনীটি ওয়াল্ড লাইফ ও নেচার এর উপর তোলা ছবি দিয়ে সাজানো হয়েছে।

কর্ম ব্যাস্ততা মধ্যে অনেক পুলিশ অফিসারদের প্যাশন বা হবি থাকে। অনেকের ফটোগ্রাফির প্রতি প্যাশন আছে, তাদের এই প্যাশন কে আরো উৎসাহ দিতে এই প্রচেষ্টা।

Author