টানা তিন ঘন্টার মেগা কনসার্ট ফসিলস ঝড়ে উপচে পড়া অনুরাগীর উপস্থিতি

Spread the love

তিন ঘন্টার ফসিলস ঝড় উঠেছিল শহর কলকাতায় কিছুদিন আগে, নিকো পার্কে।এই অনুষ্ঠানের আয়োজক থিজম ইভেন্টস।২০১৯ এর ১ বৈশাখ নজরুল মঞ্চে প্রথম ফসিলস ঝড় অনুষ্ঠিত হয়।মাঝে করোনার কারণে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের অয়োজন করা সম্ভব হয়নি। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্যই ছিল তিন ঘন্টার ফসিলস এর গানের ঝড়।থিজম ইভেন্টস এর পক্ষ থেকে সংস্থার ডাইরেক্টর রীতম সাহা জানান,” অনেক দিন আগেই এই অনুষ্ঠান করা সম্ভব হতো যদি মাঝে এই দুবছর করোনার জন্য আমাদের সময় নষ্ট না হতো।এবারে আরো বড় জায়গায় আয়োজন ছিল।অভাবনীয় সাড়া পেয়ে আমরা খুব খুশি।” অন্যদিকে ফসিলস এর পক্ষে জানানো হয়েছে,” ফসিলস ঝড় সিজন টু একটা মহা কনসার্ট।এই শো এর প্রথম অধ্যায় ২০১৯ এর পয়লা বৈশাখের দিনে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল।এইবার নিক্কো পার্ক বিগ লনে আয়োজিত হল।প্রচুর ফ্যানসরা শো দেখেছেন।আমরা মানে ফসিলস খুব এক্সাইটেড ছিলাম এই শো নিয়ে এবং তিন ঘন্টার এই স্পেশাল শো আমরা উপহার দিলাম সকল শ্রোতাকে, যারা ফসিলসকে ভালোবাসে, তাদের গান শোনে।দুবছর পর কলকাতায় এরকম এক মহা কনসার্টে দেখা হোলো সবার সাথে।”

থিজম ইভেন্টস নিবেদন করল ফসিলস ঝড়-দুই। অনেক বছর পরে এরকম একটা গ্রাউন্ড ইভেন্ট দেখে উচ্ছ্বসিত ব্যান্ডের ভক্তরা। গানের মধ্যে আরো একবার, একলা ঘর, নীল রঙ ছিল ভীষণ প্রিয়- উল্লেখযোগ্য। 

Author