খাদ্যমেলা
স্বর্ণালী আর চন্দ্রিকা মাইল সাউদার্ন এভেন্যু তে অবস্থিত ঘোষবাড়ীতে দুদিন ব্যাপি একটি ফুডফেস্টে’র আয়োজন করেছিল ১১ ও ১২ নভেম্বর। ৩০ জন তাদের নানা ধরনের খাবার নিয়ে উপস্থিত ছিলো সেখানে। টলিউড এর দুজন সনাম ধন্য ব্যাক্তিত্তো পাপিয়া অধিকারী এবং শিবাজি দে (শিবু) উপস্থিত ছিলেন। উনারা প্রতিটি স্টলে জান ও সবাইকে উৎসাহিত করেন।