বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত কে সংবর্ধনা প্রদান লিগ্যাল এইড ফোরামের
–মোল্লা জসিমউদ্দিন
রবিবার বিকেলে কলকাতার ধর্মতলা এলাকার পিয়ারলেস ইন হোটেলের এক সভাগৃহে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত কে সংবর্ধনা প্রদান করা হয়। শুধু এই বিচারপতি নন, সম্মানিত হন সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের সভাপতি অদ্রিশ চন্দ্র আগরওয়াল। ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর তরফে এই সংবর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক দাস চৌধুরী, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব,মালদ্বীপ এর রাস্ট্রদূত রামকৃষ্ণ জয়সয়াল, সহ সুপ্রিম কোর্ট-কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন নিম্ন আদালতের আইনজীবীরা। এদিন ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামে’র সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান সভা শুরু হয়।কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে সদ্য অবসরগ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তিনি তাঁর সুদীর্ঘ ৩৬ বছর বিচারক জীবনে নিম্ন আদালতে মুন্সেফ পদ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে উত্তরণ, মাঝখানে হাইকোর্টের রেজেস্ট্রার জেনারেলের মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন তিনি।চলতি বছরের এপ্রিল মাসে বর্ষীয়ান আইনজীবী অদ্রিশ চন্দ্র আগরওয়াল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশন এর সভাপতি পদে দায়িত্বভার পেয়েছেন বিপুল ভোটে জয়ী হয়ে।হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন – মুকুল বিশ্বাসরা তাঁদের বক্তব্যে কলকাতা হাইকোর্টের একদা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এর সাধারণ মানুষদের প্রতি ন্যায়বিচার প্রদান সহ সাহিত্য – সংস্কৃতির বিভিন্ন দিক গুলি তুলে ধরেন।অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” আমাদের সংগঠনের তরফে আইন ও বিচার বিভাগের গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত একজন ন্যায় বিচারক হিসাবে ভালো ভূমিকা রেখেছেন এবং আইনজীবী অদ্রিশ চন্দ্র আগরওয়াল আইনজীবীদের স্বার্থে সবর্দা সজাগ “। উল্লেখ্য, সম্প্রতি এই সংগঠন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় কে সংবর্ধনা জানায়।