“পেজ থ্রী স্টুডিও”র উদ্যোগে নারীদিবস পালন ও শর্ট ফিল্মের পোস্টার রিলিজ

Spread the love

নিজস্ব প্রতিনিধি

দক্ষিণ কলকাতার হাজরা রোডের পেজ ৩ স্টুডিও সালোঁন এ হয়ে গেলো আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান.। বিশিষ্ট মানুষদের সমাগমে, স্টুডিওর সম্মুখে বসেছিল চাঁদের হাট. আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সালোঁন এর কর্ণধার শ্রীমতি অর্পিতা ব্যানার্জী ও গিনি এন্টারটেইনমেন্ট এর সহযোগিতায় আয়োজন করেছিলেন এই সমাবেশের। অর্পিতা দেবী জানান – “আমি খুবই কৃতজ্ঞ যে এতো মানুষ আজ আমার এই প্রয়াস কে সফল করার জন্য এগিয়ে এসেছেন”। প্রসঙ্গত, অন্তরের পাশাপাশি নারীর বাহ্যিক সৌন্দর্য্যকেও প্রস্ফুটিত করতেই পেজ থ্রী স্টুডিও র পথ চলা।বর্তমানে, অর্পিতা দেবী একজন ফ্যাশন স্টাইলিস্ট ও প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট. এই সালোঁন কে তিনি সাজিয়েছেন একটি মহিলার প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জাম দিয়ে;যদিও পেজ ৩ স্টুডিও সেলেব্রিটি সালোঁন নামেই পরিচিত, কিন্তু এর বিশেষত্ব হলো সর্বসাধারণের অবাধ প্রবেশ. আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে সাধারণ ঘর থেকে আসা মহিলা ও পুরুষ উভয়পক্ষই খুব অল্প মূল্যে তাঁদের স্ট্যাইলের যত্ন নিতে পারেন এইখানে।অর্পিতা দেবী আশাবাদী যে অল্প দিনেই এই সালোনটি সাধারণের মনের কাছাকাছি চলে আস্তে পারবে।

নারী দিবস উজ্জাপনের জন্য আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে কিছু বিশিষ্ট মানুষদের সংবর্ধনা দেয়া হয়. সভায় উপস্থিত ছিলেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র, সমাজ সংস্কারক তথা রূপান্তরকামী আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী , বেগম ময়ূরাক্ষী, ও আরো অনেকে। নারীদের প্রতি সম্মান জানানোর এই সুন্দর প্রয়াসকে উপস্থিত দর্শকবৃন্দ যথেষ্ট বাহবা দিয়েছেন. এবারের আলোচ্য বিষয় ছিল “চুজ টু চ্যালেঞ্জ”,. এছাড়াও নজর কেড়েছিল নবীন প্রজন্মের যোগদান ও কথোপকথন. ।

গিনি এন্টারটেইনমেন্টের কর্ণধার, শ্রীমতি অমৃতা গুপ্ত পরিচালিত একটি সংক্ষিপ্ত চলচ্চিত্র “প্রারম্ভ” ও মুক্তি পায় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। এই শর্ট ফিল্মের প্রযোজনায় রয়েছেন পেজ ৩ স্টুডিওর তরফে শ্রীমতী অর্পিতা ব্যানার্জী। শর্ট ফিল্মের সকল কলাকুশলীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এইভাবে এগিয়ে চলুক সুশ্রী ও সৃজনশীল কর্মকান্ডের জয়যাত্রা।

Author