চার জেলার বন্যা কবলিত মানুষকে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ
রাজ্যের বন্যা কবলিত জেলা গুলিতে রান্না করা খাবার বিতরনের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের বেশ কয়েকটি দল হাওড়া,হুগলি,দক্ষিন ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে সেখানকার কয়েক হাজার মানুষকে রান্না করা ও শুকনো খাবার বিতরনের কাজ শুরু করেছে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন গ্রাম গুলিতে রান্না করা খাবার নৌকোয় করে জল বন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
এছাড়াও হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও হুগলির বন্যা কবলিত মানুষদের রান্না করা খাবারের পাশাপাশি চিঁড়ে, মুড়ি,বিস্কুট, ছাতু সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,বন্যা কবলিত চার জেলার অবস্থা খুবই খারাপ। জল পেরিয়ে এসে মানুষ খাবার নিয়ে যেতেও পারছেনা।তাই ভারত সেবাশ্রম সঙ্ঘ নৌকো ভাড়া করে ঐ সব এলাকায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে।